আবার হামলার আশংকায় মার্কিন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
মার্কিন পার্লামেন্ট ভবনে আবারও অনুপ্রবেশ ও হামলা হতে পারে আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৪ মার্চ সেখানে একটি ‘বেনামি সশস্ত্র গোষ্ঠী’ হামলা চালাতে পারে বলে গোয়েন্দারা সতর্ক করার প্রেক্ষিতে এ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সম্ভাব্য হামলার আশঙ্কায় বৃহস্পতিবারের অধিবেশন বাতিল করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তবে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যথারীতি কার্যক্রম চলবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, অজ্ঞাত চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ৪ মার্চ অথবা ওই সময়ের দিকে ইউএস ক্যাপিটলের নিয়ন্ত্রণ নেওয়া এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে গত ফেব্রুয়ারি শেষদিকে আলোচনা করছিল। এতে অংশগ্রহণের জন্য হাজার হাজার মানুষকে ওয়াশিংটন ডিসি যেতে অনুপ্রাণিত করার পরিকল্পনা নিয়েও কথা বলছিল তারা।