আমদানির পর খালাস না নেওয়া ৩৮২ কন্টেইনার পণ্য ধ্বংস শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
আমদানির পর বন্দর থেকে খালাস না নেওয়া ৩৮২ কন্টেইনার পণ্য ধ্বংস শুরু করছে চট্টগ্রাম কাস্টমস। এসব কন্টেইনারের সব পণ্য নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ।
পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনসহ ১১ টি সরকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংসের কাজ শুরু হয়। প্রতিদিন ২৫ থেকে ৩০ টি করে কন্টেইনারের পণ্য ধ্বংস করার কথা জানায় কাস্টমস। আগামী ২৬ সেপ্টেম্বার পর্যন্ত এই কার্যক্রম চলবে। চট্টগ্রাম কাস্টম হাউস নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশে চট্টগ্রামের আউটার রিং রোড সংলগ্ন হালিশহরের আনন্দবাজার এলাকায় এসব পণ্য ধ্বংস করা হচ্ছে। এর আগেও একই জায়গায় পণ্য ধ্বংস করেছিল চট্টগ্রাম কাস্টমস।