আমদানি বেশী হওয়ায় দিনাজপুরের বাজারে কমেছে পেঁয়াজের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
চাহিদার তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেশী হওয়ায় দিনাজপুরের বাজারে কমেছে পেঁয়াজের দাম। গেল ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি পেয়াজের দাম কমেছে ৫ টাকা থেকে ৭ টাকা পর্যন্ত।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক গ্রুপের নেতা হারুন উর রশীদ জানান, বন্দর দিয়ে ভারত থেকে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
বন্দরে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ টাকা কেজি দরে যা আগে ছিল ২২ টাকা কেজি। আর ইন্দোর জাতের পেঁয়াজ ১৫ থেকে ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগে ১৮ টাকা ছিল।
এ ছাড়া হিলি খুচরো বাজারেও আমদানি করা পেঁয়াজের দাম কমেছে। বর্তমানে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ ছাড়া দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি।
যা আগে ছিল ২৫ থেকে ২৭ টাকা। বন্দর দিয়ে প্রতিদিন ৪/৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ৮/১০ ট্রাকে দাঁড়িয়েছে।