আমনের ফলন ভাল হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা
- আপডেট সময় : ১১:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে রোপা আমনের ফলন ভাল হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। সরকারীভাবে ধান বিক্রি করতে না পারলে অর্ধেক দামে বিক্রি করতে হবে কৃষকদের। এদিকে,সাতক্ষীরায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমনের চাষ হলেও কারেন্ট পোকার আক্রমণে পাচ শতাধিক বিঘা জমির ধান-গাছ পচন ধরে মরে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
আমন ধান কাটা ও মাড়াই কাজে ব্যাস্ত সময় পার করছেন মানিকগঞ্জের পাঁচ উপজেলার কৃষকরা ।৭ হাজার ২ শো ৬০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৮ হাজার ২শত ৬৬ হেক্টর জমিতে। বীজ তলা, হাল চাষ, পানি সেচ, কীট নাশক ও শ্রমিকের খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। এতে শংকিত হয়ে পড়েছেন কৃষকরা। এবার ২৮ হাজার ৯ শো ৩১ মেট্রিক টন ধান উৎপাদন হলেও সরকারি ভাবে ক্রয় লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার ৩ শত ৫০ মেট্রিক টন। আর স্থানীয় বিভিন্ন হাট বাজারে প্রতি মন আমন বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকায়।
কৃষকদের ধান বিক্রি না করে এখন মজুদ রাখার পরামর্শ কৃষি বিভাগের এই কর্মকর্তার। সাতক্ষীরায় এক মাসের ব্যবধানে কপোতাক্ষ নদীর চরের জমিতে করেন্ট পোকা নামক ছত্রাকের আক্রমণে ৫শতাধিক বিঘা জমির ধান-গাছে পচন ধরে মারা গেছে। এখনও পযর্ন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তালা উপজেলার কৃষকরা।
প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পরও এসব এলাকায় কৃষকদের ক্ষতি হয়েছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সব ধরনের সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের।