আমন ধানের বীজের সংগ্রহ মূল্য বাড়ানোর দাবীতে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আমন ধানের বীজের সংগ্রহ মূল্য বাড়ানোর দাবীতে চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন কৃষকরা।
সকালে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের বিএডিসি খাদ্য গুদামের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করে ৩ শতাধিক কৃষক। তারা বলেন, বর্তমান বাজার দরের তুলনায় বিএডিসি কর্তৃক আমন বীজের সংগ্রহ মূল্য নিতান্তই কম। এতে চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া এই বীজ বিএডিসিকে দেয়ার ৪-৬ মাস পর মূল্য পরিশোধ করা হয়। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারী দেন তারা। পরে বিএডিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকরা।
একই দাবিতে সকালে মেহেরপুর বিএডিসি’র সামনে মানববন্ধন করেছে বিএডিসির চুক্তিবদ্ধ চাষীরা। তারা বলেন, বাজারে ধান বিক্রি হচ্ছে ১৩শ’ থেকে ১৪শ টাকা। অথচ বিএডিসি বীজধানের মূল্য নির্ধারন করেছে এক হাজার ৫৮০ টাকা। কেননা বিএডিসি যে ধান ক্রয় করে তা বাছাইকৃত। এক মন ধান দিলে ৫ থেকে ৬ কেজি ধান বাদ যায়। ফলে এ দরে ধানের বীজ বিক্রি করে লোকসানের মূখে পড়তে হচ্ছে চাষীদের। তাই বীজ ধানের মূল্য বৃদ্ধির দাবি জানান চাষিরা।