আম্পানের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি বাসভবন নবান্নে রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, পাথর প্রতিমা, নামখানা, বাসন্তী, কুলতলি, বারুইপুর, সোনারপুর, ভাঙড়ের অবস্থা ভয়াবহ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রায় ধ্বংস হয়ে গেছে ঝড়ের দাপটে। যোগাযোগ বিচ্ছিন্ন। নন্দীগ্রাম ও রামনগরসহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। গাছ-চাপা পড়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, পানি নেই। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে ৩-৪ দিন লেগে যাবে বলে জানান তিনি।