আগমী নির্বাচনে অংশ না নিলে আম-ছালা দুটোই হারাবে বিএনপি : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৮৫৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগমী নির্বাচনে অংশ না নিলে আম-ছালা দুটোই হারাবে তারা।
বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে বিএনপি- জামায়াতের সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপিকে আমেরিকার রোগে পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্য দেশগুলো এখন আর তেমন পাত্তা দেয় না।
মার্কিন দূতাবাস নির্ভরতা আর পিটার হাস-এর সাথে বিএনপির যোগাযোগের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সেখানে দৌড়াদৌড়ি করে লাভ নেই। পিটার হাসের মুরব্বিদের সঙ্গে কথা হয়েছে আর তলে তলে সব ঠিক হয়ে গেছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য ছাড় দেয়া হবে না বলে আবারো হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।