আরও এক দফা বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- আপডেট সময় : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনায় আরেক দফা বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। ১২ জুন পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তবে এসময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। মন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৪ মাস ধরে বন্ধ রয়েছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৯ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থাকলেও বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ১২ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, ২০২১ সালের পাশাপাশি ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত করা হয়েছে। প্রতিষ্ঠান খোলার পরই শিক্ষার্থীরা জানতে পারবেন সময়সূচী।
আবাসিক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা দেয়ার আগে বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই বলেও জানান দিপু মনি।
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার নানা উদ্যোগ নেয়ার পরেও প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রায় ৪ কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।