আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করে রাজাকারের তালিকা প্রকাশ করা উচিত ছিল
- আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করে রাজাকারের তালিকা প্রকাশ করা উচিত ছিল। তিনি বলেন, যতদিন সুশাসন প্রতিষ্ঠা হবে না, ততদিন শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগের সভায় একথা বলেন তিনি।
বিজয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে কৃষক লীগ । এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
এ সময় তিনি বলেন, শুদ্ধি অভিযান থেমে নেই। এখনও তথ্যভিত্তিক অভিযান চালানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নোট ছাড়াই রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি । এনারসি’র কারণে কোনো হিন্দু-মুসলমান নাগরিক ভারতে ফেরত পাঠাবে বলে মনে হয় না মন্তব্য করেন মন্ত্রী বলেন, ১৯৭১ সালের পরে দেশ থেকে কোনো লোক ভারত যায়নি।