আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি দাবি করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের ভোটাধিকারে হস্তক্ষেপ না করতেই এই সংশোধন। তিনি বলেন, অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান এসব কথা বলেন আইনমন্ত্রী। দুই মাসে বিএনপি নেতাদের মামলা নিস্পত্তির কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান আনিসুল হক।
সহকারী জেলা এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য চার মাস মেয়াদি ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।
পরে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি।
দুই মাসের মধ্যে বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে হবে এমন কোনো চিঠি বা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান আনিসুল হক।