আরসা’র গুলিতেই শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুন : দাবি ছোট ভাই হাবিবুল্লাহর
- আপডেট সময় : ০৭:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
আরসা’র গুলিতেই খুন হয়েছেন রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ। এমন দাবি তার ছোট ভাই হাবিবুল্লাহ’র। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা তার। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কক্সবাজারে সতর্ক রয়েছে আইন-শৃংখলা বাহিনী।
অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ’র ছোট ভাই হাবিবুল্লাহ। তিনি দাবি করেন, দুর্বৃত্ত নয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি– আরসা’র গুলিতে খুন হয়েছেন তার ভাই। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য মাস্টার মুহিবুল্লাহকে হত্যা করা হতে পারে বলে জানান তিনি। হামলাকারীরা অনেকেই তাদের পরিচিত।
বুধবার রাতে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে ১৮/২০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়। এ সময় নিজ বাসার সামনে অফিসে বসেছিলেন মুহিবুল্লাহ। তাকে ৫টি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মারা যান এই রোহিঙ্গা নেতা।
মুহিবুল্লাহর মৃত্যুতে চরম হতাশা নেমে এসেছে রোহিঙ্গাদের মাঝে। প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে বিহবল অনেকেই।
এর আগেও বালুখালী ক্যাম্পে আরিফ উল্লাহ নামে আরেক রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তিনিও প্রত্যাবাসনের পক্ষে ছিলেন।