আর্জেন্টিনার বুয়েন্স এইরেস বেলা ভিস্তায় চিরনিদ্রায় শায়িত হলেন ম্যারাডোনা
- আপডেট সময় : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার বুয়েন্স এইরেস বেলা ভিস্তায় চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা।
স্থানীয় সময় বৃহস্পতিবার বাবা-মায়ের সমাধির পাশে সমাহিত করা হয় তাকে। এ সময় পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে, ম্যারাডোনার মরদেহ রাখা হয় প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাডাতে। চিরনিদ্রায় শায়িত হবার আগে শেষবার ম্যারাডোনাকে দেখতে কাসা রোসাডায় ঢল নামে ভক্তদের । সেখানে তিনদিন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার কথা ছিলো। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বুয়েন্স এইরেসে ফুটবল জাদুকর ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে আসা ভক্তদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষের হয়। প্রেসিডেন্ট প্রাসাদে মরদেহ দেখতে আসা দর্শণার্থীদের ঢোকা বন্ধ করে দেয়াতেই এ ঘটনা ।বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তি-গ্রেতে একটি রিসোর্টে ৬০ বছর বয়সে মারা যান ফুটবল জাদুকর। যিনি কোটি ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন আরো বহুদিন।