আলাদা বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাতসহ স্থানীয় এক মাদক কারবারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আলাদা বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাতসহ স্থানীয় এক মাদক কারবারী নিহত হয়েছে।
বিজিবি জানায়, গতরাতে উখিয়ার পালংখালী সীমান্তে মাদক পাচারকালে বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবর্ষণ করে ইয়াবা কারবারীরা। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি পাওয়া যায়। এদিকে, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছুলে রেবকে লক্ষ্য করে গুলি করে ডাকাতদল। এসময় গুলিবিদ্ধ এক রোহিঙ্গা ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।