আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও পাবনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও পাবনায় তিনজন নিহত হয়েছে।
কুমিল্লায় লরি-চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশের নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুই আরোহী চট্টগ্রামমুখী মোটরসাইকেলে ছিলেন। পেছন থেকে একটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।
পাবনায় ট্রাকের ধাক্কায় তরিকুল মোল্লা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, দুপুরে পাবনা-রাজশাহী বাইপাস সড়কে পাবনা সদরের সিংগা যাত্রী ছাউনির সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধা। এসময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।