আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে ৬ জন নিহত হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। ভোরে উপজেলার মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক বাবলু মিয়া, টুটুল ও হাসান নিহতরা হন।
চট্টগ্রামের ইপিজেডে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। সকালে বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আবু সালেহ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে রিক্সায় করে ইপিজেডে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন একজন।