আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনসহ ৮ জন নিহত
- আপডেট সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনসহ ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও দিনাজপুরে ৮ জন নিহত হয়েছে।
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সা আরোহী শিক্ষক দম্পতিসহ একই পরিবারের চারজন নিহত ও দুইজন আহত হয়েছে।
দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলআমিন, তার স্ত্রী একই স্কুলের সহকারি শিক্ষক শিউলি খাতুন, নিহত আল আমিনের বাবা মো. সোহরাব আলী ও মা সালেহা বেগম।পুলিশ জানায়, ভূঞাপুর উপজেলা সদর থেকে আল আমিন তার পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে শহরের দিকে ঢোকার পথে একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। ভোরে ও সকাল সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রাগামারা এবং ভালুকার আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ত্রিশালের রমজান আলীর শিশু পুত্র রামীম ও ভালুকার ষাটোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তি। আলাদা স্থানে বাস চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
সিরাজগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জব্বার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পিকআপের চালক আকতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-নলকা মহাসড়কের সদর উপজেলার শিলন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের হাসন আলীর ছেলে।
দিনাজপুরে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে সহিদুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সদর উপজেলা পরিষদের সামনে গেল রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ট্রাক্টরটি জব্দ ও চালককে আটক করেছে। নিহত সহিদুর রহমান উপ-শহর ৬নং ব্লকের মোকখলেসুর রহমানের ছেলে।