আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, মানিকগঞ্জ ও নেত্রকোনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, মানিকগঞ্জ ও নেত্রকোনায় তিনজন নিহত হয়েছে।
দিনাজপুরে খানসামা উপজেলায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গেলোরাতে উপজেলার গোয়ালদিহি তাতীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ছাত্র নাসিম ইসলামের বাড়ি উপজেলা আঙ্গারপাড়া ইউনিয়নে।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মায় পড়ে নিহত হয়েছে ট্রাক চালক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, দুর্ঘটনার পর হেলপার বেরিয়ে আসতে সক্ষম হলেও ট্রাকচালক বেরুতে না পেরে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, নেত্রকোনায় পিকআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের দত্ত মাকের্টর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।