আলাদা সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা ও সাতক্ষীরায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা ও সাতক্ষীরায় তিনজন নিহত হয়েছে।
নেত্রকোনার বারহাট্টায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গেলরাতে উপজেলার সদর ইউনিয়নের বড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানভীর আহমেদ রুবেল এবং মুর্তুজ আলী। তারা দুজনেই উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তানভীর আহমেদ রুবেল ও মুর্তুজ আলী মোটর সাইকেল করে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ-বংশীপুর রাস্তায় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে হরিপদ মন্ডল নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়ে আরো তিন জন। রোবরাতে মুন্সীগঞ্জ শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।