আলাদা সড়ক দুর্ঘটনায় নড়াইল ও মৌলভীবাজারে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নড়াইল ও মৌলভীবাজারে দুইজন নিহত হয়েছে।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এনামুল শেখ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ভোরে নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক-নছিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এনামুল ভোরে নছিমনযোগে যশোর যাওয়ার পথে ধলগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে, মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের কাছে গাড়ি চাপায় আলমগীর আহমদ নামে একজন নিহত হয়েছে। গেলরাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চাঁদনীঘাট ব্রিজের কাছে একটি পিকআপভ্যানের নিচে পড়ে আমিনুর মারা যায়।