আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় পাবনা, মাদারীপুর, মৌলভীবাজার ও জয়পুরহাটে বাবা-মেয়েসহ ৭ জন নিহত হয়েছে।
পাবনার তারাবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে। ওসি নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে সুজানগরে যাওয়ার পথে তারাবাড়িয়া বাজারে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলার সময় বালু বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। পরে গুরুতর আহত নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি পান্তাপাড়া এলাকায় তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোস্তফাপুর গ্রামের আরাফাত গাজী ও বরিশালের আগৈলঝাড়া টরকী এলাকার তুহিন ফকির।
মৌলভীবাজারের রাজনগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১জন। পুলিশ জানায়, দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ ঘটনা ঘটে।
এদিকে, সকালে জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সকালে ছেলেকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে নওগাঁ যাওয়ার পথে ট্রাক চাপা দেয় তাদের।