আলাদা সড়ক দুর্ঘটনায় বাগেরহাট, সিরাজগঞ্জ ও নাটোরে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বাগেরহাট, সিরাজগঞ্জ ও নাটোরে ৪ জন নিহত হয়েছে।
বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছে। ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই রেশমী বেগম নামে এক নারী নিহত হন। এসময় আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ীতে বাসের চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র। উপজেলার স্বাস্থ্য-কমপ্লেক্সের সামনের দুর্ঘটনায় এ আহত হন আরও একজন।
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বারিক সরদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত আরো ১০ জন। উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের কাছের এই দূর্ঘটনার পর মহাসড়কের দুই ধারে যানজটের সৃষ্টি হয়। পরে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।