আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও নেত্রকোনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও নেত্রকোনায় তিনজন নিহত হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা ও ভালুকায় আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন। পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার ছত্রাশিয়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এসময় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রঞ্জিত মিত্র নামে মোটরসাইকেল আরোহী। আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। অপরদিকে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী হেলাল উদ্দিন।
নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গেলো রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের শুকনাকুড়ি এলাকায় সড়কের ব্লকের সাথে ধাক্কা লেগে নিহত হন আইনুল।