আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে ৬ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হন দুজন। ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে আরেকটি বাসে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর শহরের কোমরপুরে ঢাকা-খুলনা মহাসড়কে চলমান বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হন একজন। বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জাকির হোসে ও সবিরুন খাতুন।
গোপালগঞ্জের কাশিয়ানিতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মাইক্রোবাস চালক জাফর হোসেন নিহত হয়েছেন। এসময় আহত হন ৩ জন। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া জুংলীপুর কবরস্তানের পাশে চলমান ইজিবাইকের ধাক্কায় রফিকুল ইসলাম নামে একজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রফিকুল ইসলাম মোটরসাইকেলে বালসাবাড়ি বাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।