আলাদা সড়ক দুর্ঘটনায় যশোর, পঞ্চগড় ও সিরাজগঞ্জে ৫জন নিহত
- আপডেট সময় : ০৩:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় যশোর, পঞ্চগড় ও সিরাজগঞ্জে ৫জন নিহত হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়া যাওয়ার সময় ভাঙ্গাগেট এলাকায় খুলনা অভিমুখী একটি ইজিবাইক ধাক্কা দিলে এঘটনা ঘটে।
পঞ্চগড়ে উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১জন। গেলরাতে পঞ্চগড়-আটোয়ারী সড়কের কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, স্কেভেটর নিয়ে ট্রাক্টরটি পঞ্চগড় থেকে আটোয়ারীর দিকে যাচ্ছিল। রাতে নির্মাণাধীন একটি সেতু পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে গেলে স্কেভেটরের চালক মুক্তার হোসেন ও আব্দুর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে, সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক চাপায় খোদেজা বেগম নামে এক নারী নিহত হয়েছে। নিহত নারী খোদেজা বেগম বগুড়ার শেরপুর উপজেলার খাগার আরসোন পাড়ার বাসিন্দা।