আলাদা সড়ক দুর্ঘটনায় সাভার ও চুয়াডাঙ্গায় তিন জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সাভার ও চুয়াডাঙ্গায় তিন জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, দুই ভাই মোটর সাইকেলে করে পাটুরিয়া থেকে ঢাকা যাচ্ছিল। সাভারের বাথুলি এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।এসময় ঘটনাস্থলেই তারা দু’জন মারা যায়। পরে, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম নামে এক পিকাপের হেলপার নিহত হয়েছে। সকালে একটি বালু বোঝাই ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি কুলপালা গ্রামের বাজারে পৌঁছালে পিকআপকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।