আলাদা সড়ক দুর্ঘটনায় সিনিয়র নার্স ও একজন ব্যবসায়ীসহ ৫ জন নিহত
- আপডেট সময় : ০৮:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সাভার ও কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় সিনিয়র নার্স ও একজন ব্যবসায়ীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।
সাভারে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। এসময় আহত হয় আরও একজন। ভোরে জোড়পুল এলাকায় ট্রাক খাদে পড়ে দু’জন ও বলিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মারা যান। নিহতরা হলো ট্রাকের হেলপার হাসান, ব্যবসায়ী জাকির হোসেন এবং জাকিয়া সুলতানা। পুলিশ জানায়, ভোরে জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক গাবতলীর উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে গিয়ে ২ জন মারা যায়।
ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কামালিয়ারচর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জিন্নাত খান ও সিলেটের কানাইঘাট উপজেলার ফয়জুল ইসলাম চৌধুরী।হাইওয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে বিশাল পরিবহনের একটি বাস ময়মনসিংহে যাচ্ছিলো। কামালিয়ারচর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ২ জন মারা যায়।