আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ,সাতক্ষীরা ও শেরপুরে ৫ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ,সাতক্ষীরা ও শেরপুরে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের তালুকদার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস একইমুখী নিয়ন্ত্রণহীন একটি মটরবাইককের আরোহীদের বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। ঘটনায় আহত হয় অন্তত ২০ জন।
সাতক্ষীরা-যশোর সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক কামরুল ইসলাম নিহত হয়েছে। সকালে সদর উপজেলার ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে । নিহত ট্রলি চালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের বাসিন্দা।
এদিকে,শেরপুরের নালিতাবাড়ি নুন্নীবাজার সড়কের কদমতলী এলাকায় ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছে। সকাল ১১টার দিকে, এ দুর্ঘটনা ঘটে।