আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন
- আপডেট সময় : ০১:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুজন। দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় যানজট শুরু হলে তা এসে ঠেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত। অত্র এলাকায় যান চলছে ধীর গতিতে।এছাড়া মাদারীপুর ও মৌলভীবাজারে নিহত আরো দুজন।
বঙ্গবন্ধু সেতুর উপর বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫জন। ভোরে বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ ঘটনা ঘটে। এতে ট্রাক্টরে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা থানার মজনু ও একই উপজেলার নজরুল ইসলাম। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, দুর্ঘটনার পর ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতু থেকে ১৪ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়।
মাদারীপুরের শিবচরের পাঁচ্চর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দোরখোলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
এদিকে, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার উত্তরভাগ-এর কালামুয়া সেতুর কাছে ট্রাক চাপায় মবু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।