আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে দু’জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় ঢাকামুখী অজ্ঞাত এক গাড়ীচাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। নিহতের নাম সোহাগ আকন্দ। সে রায়গঞ্জের ধানগড়া মহল্লার বাসিন্দা। দুপুরে রায়গঞ্জ উপজেলাধীন চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মাইনউদ্দিন নামে সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানায়, গেলরাতে রাজাপুর উপজেলার কৈবর্তখালী পাকাপোল এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।