আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ময়মনসিংহ গোপালগঞ্জ ও মাদারীপুরে পাঁচজন নিহত
- আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও মাদারীপুরে পাঁচজন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও ট্যাংকলড়ির সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছে। দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হালিয়াগাতিতে এ দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহে ট্রাকচাপায় পিষ্ট হয়ে রাসেল মৃধা নামে সড়ক ও জনপথ বিভাগের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। সকালে নগরীর শম্ভুগঞ্জ স্বপ্না মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধা নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রাসেল নেত্রকোণা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহ যাওয়ার পথে দ্রুত গতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়,এতে ঘটনাস্থলেই নিহত তিনি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক-এম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে ফুরু শেখ নামে এক ভ্যান চালক নিহত হন। সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
এদিকে, মাদারীপুরের শিবচরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলায় দুর্ঘটনা ঘটে।