আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৭:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ ও মাদারীপুরে ৬ জন নিহত হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় দুইজন নিহত। এসময় আহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে একজন চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন অন্যজন একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা। সকালে জামালদী বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমান তিন যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় মনির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বগারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে সড়কের পাশে থাকা আলামিন নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট বাইপাস এলাকায় ধান বোঝাই করা ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন কসবা উপজেলার খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।
ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি মাগুরা থেকে মোটরসাইকেল করে ঝিনাইদহ যাচ্ছিলেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদি ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে আরেক মোটরসাইকেল আরোহী । নিহত মোক্তার খাঁ ফরিদপুর জেলার পুকুরিয়া এলাকার বাসিন্দা।