আ’লীগের এমপি-মন্ত্রীদের ৫২টি বিলাসবহুল গাড়ি আটকে আছে চট্টগ্রাম বন্দরে
- আপডেট সময় : ১২:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ১৭২৭ বার পড়া হয়েছে
শুল্কমুক্ত সুবিধায় আনা পতিত স্বৈরাচার সরকারের এমপি-মন্ত্রীদের ৫২টি বিলাসবহুল গাড়ি আটকে আছে চট্টগ্রাম বন্দরে। সংসদ ভেঙ্গে যাওয়ায় এসব গাড়ির খালাস নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। তবে রাজস্ব আয় বিবেচনায় অন্তবর্তী সরকার সহজ শর্তে গাড়িগুলো বিক্রির উদ্যোগ নিয়ে চিন্তা করছে। কিন্তু বারভিডা বলছে, স্বাভাবিক শুল্ককর পরিশোধ করে এসব গাড়ি বাজারে বিক্রির সুযোগ নেই বললেই চলে।
চট্টগ্রাম বন্দরের কারশেডে শারিবদ্ধভাবে দাড়িয়ে আছে ল্যান্ড ক্রুজার, লেক্সাস, বিএমডব্লিউ, মার্সিডিস বেঞ্জসহ বিশ্বের নামিদামি ব্রান্ডের ৩০০০ থেকে ৫০০০ সিসি’র অত্যাধুনিক ৫২ টি নতুন গাড়ি।
পতিত সৈরাচার সরকারের মন্ত্রী এমপিরা শুল্কোমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন বিলাসবহুল এসব গাড়ি। কয়েকদফায় গাড়িগুলো বন্দরে এসে পৌছলেও দাফতরিখ কাজ শেষ করার আগেই পতন ঘটে সরকারের। পালিয়ে যান আমদানীকারক সাবেক মন্ত্রী এমপিরা। ফলে গাড়িগুলো আর খালাস করতে পারেননি তারা।
এই বাস্তবতায় গাড়িগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তা তৈরী হয়েছে বলে মনে করছে গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।
তবে রাজস্ব আয় বিবেচনায় গাড়িগুলো বিক্রি করতে শর্ত সহজ করার ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে অর্ন্তবর্তি সরকার। কিন্তু প্রচলিত শুল্কোকর না কমালে সরকারের উদ্দেশ্য সফল হবে না বলে মনে করে বারভিডা।
গাড়িগুলো আমদানীকারকদের তালিকায় আছেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ এ আরাফাত, নায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসান, ব্যরিস্টার সায়েদুল হক সুমনসহ পতিত সরকারের ৫২ জন মন্ত্রী ও এমপি।
*শুল্কমুক্ত সুবিধায় পতিত সরকারের এমপি-মন্ত্রীদের ৫২টি বিলাসবহুল গাড়ি আটকে আছে চট্টগ্রাম বন্দরে/সংসদ ভেঙ্গে যাওয়ায় খালাস নিয়ে অনিশ্চয়তা