আ’লীগ ক্ষমতায় বলেই শান্তিতে আছে দেশের মানুষ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই দেশের মানুষ শান্তিতে আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনেই কাজ করে আওয়ামী লীগ। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। ২০২৬ সালে বাংলাদেশে উন্নত দেশ হিসেবে যাত্রা শুরু করবে বলে জানান তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা পাঁচ হাফেজের হাতে সম্মাননা স্বারক তুলে দেন প্রধানমন্ত্রী। সঙ্গে দেয়া হয় আর্থিক পুরস্কার।
এসময় ইসলাম প্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন সরকার প্রধান।
তিনি বলেন আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে। সঠিক পরিকল্পনার কারণেই ইসলামের প্রচারে সাফল্য পাচ্ছে বাংলাদেশ।
দেশে কেউ দরিদ্র থাকবে না জানিয়ে বঙ্গবন্ধু কণ্যা বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কথা স্বীকার করে সকলকে আত্মনির্ভর হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। ইসলাম শান্তির ধর্ম জানিয়ে, দেশকে সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগিতাও চান শেখ হাসিনা।