আ’লীগ টানা তিন মেয়াদের শাসনে জাতিকে বিভক্ত ও দুর্বল করেছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ টানা তিন মেয়াদের শাসনে জাতিকে বিভক্ত ও দুর্বল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনকে দিয়ে হীন দলীয় স্বার্থ উদ্ধার করছে। সকালে গাজী মাজহারুল আনোয়ারের স্মরণ সভায় একথা বলেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডা. মোশাররফ ফাউন্ডেশন আয়োজিত প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণ সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতিচারণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়ভাবে দেশকে আরো শক্তিশালী করা উচিত থাকলেও ক্ষমতাসীনরা উদ্দেশ্যমূলকভাবে রাষ্ট্রকাঠামোকে ভঙ্গুর ও দুর্বল করে ফেলেছে। গোষ্ঠীস্বার্থে সবকিছু আওয়ামী লীগ সরকার দলীয়করণ ও বিভক্ত করেছে। দেশের এই অবস্থা থেকে উত্তরণে আবারো লড়াই-সংগ্রাম করে আগের বাংলাদেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা গাজী মাজহারুল আনোয়ারের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তার অনুপ্রেরণায় এগিয়ে যাবার আহ্বান জানান।