আ’লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কারণে জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচারে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে দেয়া আওয়ামী লীগের বক্তব্য রুচিহীন ও নির্লজ্জ মিথ্যাচার। এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার শামিল বলেও দাবি করেন তিনি। দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে শনিবার সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবার দেন তিনি।
বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের নীল নকশার অংশ হিসেবে সম্প্রতি নেতাকর্মীদের মামলা আবার সচল করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
করোনায় সরকারের ব্যর্থতা তুলে ধরে মর্জা ফখরুল বলেন,পর্যাপ্ত মজুদ না রেখে টিকা কর্মসূচি চালু করা সরকারেরর ভুল সিদ্ধান্ত।
স্বাস্থ্যবিধি মেনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন তিনি।