আলু তোলাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ সদরে আলু তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
ভোরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জুয়েল ফকির। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক মন্টু দেওয়ানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। জমি থেকে আলু তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ বাধে। ফকিরের লোকজন জমি থেকে আলু তুলতে গেলে বাধা দেয় দেওয়ান পক্ষ। এরই জেরে বুধবার রাতে ফকিরের বাড়িতে হামলা চালায় দেওয়ানের লোকজন। এসময় মারধর ও গুলিতে নিহত হয় জুয়েল ফকির।