আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই
- আপডেট সময় : ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। তিন বলেন, মানুষের বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেই।আর সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন,শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস ও সংস্কৃতির চর্চা না থাকায় বিশ্ববিদ্যালয় গুলোতে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে ।সকালে বাংলা একাডেমিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ।
কলেজ পর্যায়ে বই পড়া কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করতে এই আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। এতে অংশ নেন ঢাকা মহানগরের একুশটি কলেজের প্রায় চার হাজার শিক্ষার্থীর। এর মধ্যে ৫৭৯ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ পুরস্কার নিতে আসা শিক্ষার্থীর উদ্দেশে বই নিয়ে তাঁর ভাবনার কথা তুলে ধরেন। বলেন, মানুষের বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেই। এসময় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বইয়ের পাশাপাশি শিল্প সাহিত্যের সঠিক চর্চা থাকলে আবরার হত্যার মত ঘটনা ঘটতো না। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বই পড়া কর্মসূচি বাংলাদেশের তরুণ প্রজন্মকে আরো উদ্ভাসিত করবে বলেও মনে করেন বক্তারা।