আলোচিত জাপানি মায়ের মামলার আদেশ আগামী ১৩ ফেব্রুয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আলোচিত জাপানি মায়ের দুই শিশুর হেফাজত নিয়ে জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো ও তাঁর স্বামী ইমরান শরীফের করা মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে মামলাটির চূড়ান্ত শুনানি হয়। গত বুধবার দুই শিশুকে মায়ের কাছে নিতে আপিল করা হয়। এ বিষয়ে শুনানি শেষ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আপিল বিভাগ। গত বছরের ফেব্রুয়ারিতে ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসেন তাদের বাবা। এরিকোর এক রিটের রায়ে গত বছরের ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, শিশু দুটি বাবার সঙ্গে থাকবে। আর, মা বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। জাপান থেকে আসা-যাওয়ার খরচ দিতে হবে ইমরান শরীফকে।