আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অসত্য ও মানহানিকর
- আপডেট সময় : ০১:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অসত্য ও মানহানিকর বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিবেদন প্রগতিবিরোধী উগ্র গোষ্ঠী জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িতদের প্রচারণার অংশ মাত্র। প্রতিবেদনের মূল সূত্র অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধীকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে বর্ণনা করেছে আল জাজিরা। ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জড়িত থাকার কোন প্রমাণ দেয়া হয়নি। মানসিকভাবে বিকারগ্রস্ত একজনের কথার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া আন্তর্জাতিক নিউজ চ্যানেলের জন্য বড় দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বেপরোয়া ভিত্তিহীন ও বানোয়াট এই প্রচারণাকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার।