আশুলিয়ায় তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ড ট্র্যাজেডির ৯ বছর আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আশুলিয়ায় তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ড ট্র্যাজেডির ৯ বছর আজ। ২০১২ সালের এই দিনে ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে ভয়াবহ আগুনে ১১৩ জনের মৃত্যু হয়
দিনটি উপলক্ষে সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। সেখানে তাঁরা তাজরীন গার্মেন্টসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন।