আশুলিয়ায় বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামী আসাদুল গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আশুলিয়ার চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামী আসাদুলকে গ্রেফতার করেছে রেব। দুপরে রাজধানীর কারওয়ান বাজরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-৪ এর সিও মোজাম্মেল হক।
তিনি বলেন, সকাল আটটায় নারায়নগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পারিবারিক কলহের জেরে গত ১৩ জানুয়ারি স্ত্রী বৃষ্টিকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে আসাদুল। মোজাম্মেল হক বলেন, আসামী আসাদুলের একাধিক পরকিয়া সম্পর্ক থাকায় এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, বৃষ্টির আগের সংসারে ২ সন্তান আছে। কিন্তু, তাদের সঙ্গে যোগাযোগ করতে না দেয়ায় পারিবারিক কলহের সুত্রপাত হয়।