আশুলিয়ায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতরাতে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বুধবার বিকেলে আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকার আল-রহমান নিট ফ্যাশন কারখানায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন পরিচ্ছন্ন কর্মী মিঠু। ঘণ্টাখানেক পরেও তার কোনো সাড়াশব্দ না পেলে প্রথমে ওই কারখানার শ্রমিক রাকিব ও পরে মোহাম্মদ আলীকে নামানো হয়। তারাও সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে ভেতরে আটকা পড়েন। পরে ৩ জনেরই কোন সাড়াশব্দ না পেয়ে রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। স্বজনদের দাবী, মিঠুকে খুঁজতে ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর না দিয়ে কর্তৃপক্ষ তাদের দুই শ্রমিককে ট্যাংকে নামতে বাধ্য করে। ফলে তাদেরও মৃত্যু হয়।