আষাঢ়ের অঝোর বৃষ্টিতে ডুবছে জনপদ
- আপডেট সময় : ০৩:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আষাঢ়ের অঝোর বৃষ্টিতে ডুবছে জনপদ। শনিবার দেশের আট বিভাগের কোনো অঞ্চলে কম, আবার কোনো অঞ্চলে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশে আগামী তিন দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে।
শনিবার সিলেটে সর্বোচ্চ ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় স্বাভাবিক মৌসুমী কারণেই বৃষ্টি বেশি হয়ে থাকে। ভারী বৃষ্টির প্রবণতা আগামী ২১ জুলাই পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে তুলনামূলক বৃষ্টিপাত বেশি হবে। তবে পরবর্তীতে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা, অর্থাৎ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের সিলেট ও চট্টগ্রামে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮২ মিলিমিটার।