আষাঢ়ের প্রথম দিনেও রাজধানীতে বৃষ্টি নেই
- আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আজ পয়লা আষাঢ়। সকাল থেকেই আকাশ গুরুগম্ভীর। আষাঢ়ের প্রথম দিনেও রাজধানীতে বৃষ্টি নেই। পঞ্জিকার হিসেব অনুযায়ী শুরু প্রেমময়-আকাঙ্ক্ষার বর্ষা ঋতু। বর্ষাবরণ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচি শিল্পগোষ্ঠী। আয়োজকরা জানান,অসাম্প্রদায়িক বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। গ্রীষ্মের তাপদাহের পর একটু শীতলতার পরশ। বর্ষণে সিক্ত হওয়ার কামনায় তাই গানে গানে আয়োজন ….বর্ষা উৎসবের।
ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত ও প্রানপ্রাচুয্যে ভরপুর বর্ষা ঋতুকে স্বাগত জানাতে দিনব্যাপী দাও ফিরে সে অরন্য, লও এ নগর স্লোগানে কর্মসূচি হাতে নিয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। জীবন ও পরিবেশের সাথে মিলিয়ে বর্ষা আনে প্রাণের স্পন্দন।
গ্রীষ্মে ফোটা ফুল গুলো বৃষ্টিস্নাত হয়ে রং ফিরে পায় প্রকৃতিতে। আকাশের কান্না আর প্রকৃতির ছন্দে প্রকৃতি প্রেমীদের মনে জাগে প্রেম বিরহের খেলা। প্রায় ২ ঘন্টার বর্ষা উৎসবে ছিল তারই নমুনা। বৃষ্টির গান পাঠ, নাচ ও দলীয় সংগীতে মেতেছিলো নজরুল মঞ্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণেই বর্ষা প্রেমীদের আনাগোনা।
এদিকে আয়োজকরা জানান, আবহমান প্রকৃতিতে নানা রং ও বর্ণে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্য। সংস্কৃতিকে টিকে রাখার জন্য মূলত এই আয়োজন।
আষাঢ়ের এই মেঘলা সকাল জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে বর্ষা ঋতু। উৎসবে শিল্পীরা রবীন্দ্রনাথের পছন্দের ঋতুকে গানের মাধ্যমে স্বাগত জানান বর্ষাকে।
পিটিসি।