আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আসন্ন ৫ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ নির্দেশ দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, ৫ হাজার রোগী ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক হাসপাতাল হবে ঢাকা মেডিকেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসিকে নতুন ভাবে সাজানো হবে। প্রণব মুখার্জীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। ৭৫ পরবর্তী সময় এবং প্রয়োজনে সব সময় তিনি আমাদের পক্ষে কাজ করেছেন। সভায় সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।