আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল
- আপডেট সময় : ১০:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। যে শূন্যতা অন্যদের যোগ্যতা প্রমাণের এক বড় সুযোগ বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দেশসেরা ওপেনারকে মিস করলেও এশিয়া কাপে এতে দলের পারফরম্যান্সে প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। বিশ্বকাপে অধিনায়কের পরিবর্তনেও বিচলিত নন এই সাবেক অধিনায়ক।
মাসেক খানে আগে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময় আবেগের কাছে হার মেনে বারবার থমকে গিয়েছিলেন তামিম ইকবাল।
একই ইস্যুতে ফের আলোচনায় তামিম তবে, এবার অবসর নয়, শুধু ক্যাপ্টেইন্সি থেকে পদত্যাগ করেছেন। তাই হয়তো আবেগের বাড়াবাড়ি ছিলো না এতটুকুও। অনেকটা স্বাভাবিকভাবেই ঘোষণা দিয়েছেন অধিনায়কত্ব ছাড়ার।
তবে, তামিম যতটা স্বাভাবিক ততটাই কি নির্ভার বাংলাদেশ ক্রিকেট?। কেন না এশিয়া কাপেও দেখা যাবে না অভিজ্ঞ এই ক্রিকেটারকে। দেশসেরা ওপেনারকে মিস করলেও তামিমের না থাকা অন্যদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
বিরতি কাটিয়ে বিশ্ব আসরে ফিরলেও কঠিন পরীক্ষা দিতে হবে তামিম ইকবালকে। তবে, ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যার কিছু দেখছেন না সাবেক অধিনায়ক।
পরিস্থির সঙ্গে মানিয়ে নিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপে দল হয়ে খেলার পরামর্শ দিয়েছেন খালেদ মাসুদ পাইলট।