আসন্ন তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আসন্ন তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। উপ-নির্বাচনে যথাক্রমে ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান মনোনয়ন পেয়েছেন।
সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভার শুরু হয়। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিধি মেনে উপস্থিত আছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।রা। মনোনয়ন বোর্ডের সদস্যদের পরামর্শক্রমে দলীয় সভাপতি শেখ হাসিনা তিন আসনে আওয়ামী লীগের মনোয়নন প্রাপ্তদের নাম চূড়ান্ত করেন। এই তিন আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ছিল ৯৪ জন। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৩৪, কুমিল্লা-৫ আসনে ৩৫ এবং সিলেট-৩ আসনে ২৫ জন। আগামী ২৮ জুলাই এই তিনটি আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ।