আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাজীপুরে ব্যস্ত সময় পার করছেন পূজারী ও কারিগররা
- আপডেট সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাজীপুরের পূজারী ও কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পটুয়াখালীতে চলছে দূর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্তুতি। অধিকাংশ মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে।
১ অক্টোবর দেবী বোধন ও অধিবাসের মাধ্যদিয়ে ৬ষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে প্রতিমা নির্মানে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও পুজারীরা।মন্ডপগুলোতে চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ।
আর শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ পরিবেশে পূঁজা উদযাপনে আশাবাদী পূজা উদযাপন কমিটির।
আনন্দমুখর পরিবেশ ও সুষ্ঠুভাবে সারদীয়া দুর্গা পূজা আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানান জেলা প্রশাসন।
জেলায় এবার ৪৫১টি পূজা মন্ডপে উদযাপিত হবে দুর্গাৎসব।
সরকারী হিসেবে এবার পটুয়াখালী জেলায় ১৯০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্ডপে মন্ডপে চলছে কারিগরদের শেষ মুহুর্তের প্রতিমা তৈরির কর্মব্যস্ততা। রং তুলির আচরে প্রতিমা গুলোকে আরও দৃষ্টিন্দন করে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা।
প্রতিটি মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সাইবার পেট্রোলিং পরিকল্পনার কথা জানালেন পটুয়াখালীর পুলিশ সুপার।
শত বছরের ঐতহ্যিবাহী এই উৎসব এবারও সাম্প্রদায়িক সম্প্রিতির মধ্যদিয়ে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সবার।