আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নেপালে আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাবিনা খাতুনকে অধিনায়ক করে দল ঘোষণা করে ফেডারেশন।
প্রস্তুতি ম্যাচ না খেললেও শিরোপা জেতার প্রত্যয় কোচ গোলাম রাব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে। শনিবার দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। ৬ থেকে ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বসবে টুর্নামেন্ট। এ গ্রুপের ম্যাচে ৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ১০ ও ১৩ সেপ্টেম্বর যথাক্রমে পাকিস্তান ও ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজরা। বি গ্রুপে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান।