আসার চেয়ে ট্রেনে ঢাকা ছাড়ছে বেশিরভাগ যাত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পরিবার-পরিজনের সাথে ঈদ কাটিয়ে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই বাস আর ট্রেনে ফিরছেন তারা। জীবন-জীবিকার তাগিদে তাদের ঢাকা ফিরে আসা। এদিকে, কমলাপুর রেলস্টেশনের চিত্র ছিলো কিছুটা ভিন্ন। যত মানুষ ঢাকা আসছে, তারচেয়ে বেশি মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। একের পর এক আসছে গাড়ি। প্রতিটি গাড়িতে বাড়ি থেকে ফেরা মানুষের চাপ।
পরিবারের সাথে ঈদের সময়টা ভালো কাটলেও তাদের ছেড়ে আসার কষ্টের কথা জানান কেউ কেউ।
এদিকে কমলাপুর রেলস্টেশনের চিত্র কিছুটা ভিন্ন, যত মানুষ ঢাকা আসছে তার বেশি ঢাকা ছাড়ছে।
তবে ট্রেনে যারা কর্মস্থলে ফিরছেন, সিডিউল বিপর্যয়ের কারনে তাদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ।
সিডিউল বিপর্যয়ের করান হিসেবে বিভিন্ন স্টেশনে যাত্রী চাপকে দায়ী করলেন কমলাপুর রেলস্টেশন মাস্টার।